Enjoy The Freedom Of Life

Life Is ColourFull,Life Is Painful,So Dont Get Unhappy N Enjoy The Happiness Of Life.

Fashion Is So Good But It Will Be Dengerour Some Time.

Car Or Motorbike Is Now A Fashion Of our Life But Dont Drive Raugh Cause Its Dangerous.

This Is A Free Download Blog

Here You Find Any Popular Softwere All Over The World U Can Free Download Here.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 12 August 2013

ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স

ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স 
ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স
অনলাইন ডেস্ক:
ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স
পারসোনাল কম্পিউটিংকে নতুন গতি এনে দেবে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। সাধারণ ব্যবহারকারীদের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদাগুলোকে প্রাধান্য দিয়ে এসেছে যুগান্তকারী গ্রাফিক্স সুবিধা।
৪র্থ প্রজন্ম কোর প্রসেসর একসাথে কম্পিউটার-এর কর্মক্ষমতা বিষ্ময়কর ভাবে বৃদ্ধি করে যুক্ত করেছে ট্যাবলেট মোবিলিটি, ইন্টেল টু-ইন-ওয়ান ডিভাইস প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণসব পরিবর্তন। এছাড়া  অল ইন ওয়ান পিসি-র দীর্ঘতম ব্যাটারি লাইফ এবং সহজে বহনযোগ্যতা এটি নিশ্চিত করেছে।
সর্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর পূর্বের প্রসেসর গুলোর থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেশি কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর প্রসেসরটি পারসোনাল কম্পিউটার-এর প্রথম চীপ যা নতুন ফর্ম ফ্যাক্টর এবং টু-ইন-ওয়ান ডিজাইন এর মধ্যে এসেছে । তাছাড়া ইন্টেল আইরিস গ্রাফিক্স পূর্বের প্রজন্মগুলোর চেয়ে দ্বিগুন গ্রাফিক্স কর্মক্ষমতা সম্পন্ন। আমাদের দেশে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সাধারণ ব্যবহারকারীদের কাছে সহজেই জনপ্রিয় হবে বলে টেক বিশেষঙ্গদের ধারণা। 

আত্মপ্রকাশ করল সার্চ ইঞ্জিন হালালগুগলিং

আত্মপ্রকাশ করল সার্চ ইঞ্জিন হালালগুগলিং

অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামিক ইন্টারনেট স্কলারের সম্মিলিত প্রচেষ্টার ফসল হালালগুগলিং। নামটি রাখা হয়েছে জায়ান্ট গুগল’র সঙ্গে মিল রেখে। ইসলামি শরিয়াহ পরিপন্থী তথ্য বয়কট করে নতুন এই সার্চ ইঞ্জিনটি চালু হয়েছে । 
গত ৭ জুলাই থেকে সাইটটির বেটা সংস্করণ চালু করা হয়েছে। আর সার্চ ইঞ্জিনটি পরিচালনা করা হচ্ছে পাকিস্তান থেকে। 
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়েছে। 
হালাল গুগলিং ব্লগ’র পক্ষ থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শীর্ষ দুই সার্চ ইঞ্জিন গুগল ও মাইক্রোসফটের বিংয়ের সেবার সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। ফলে এ সার্চ ইঞ্জিনের মাধ্যমে একজন ব্যবহারকারী দুটি সার্চ ইঞ্জিনের প্রায় সব সেবাই নিতে পারবেন। তবে ইসলামি শরিয়াহ নিষিদ্ধ কোনো তথ্য দেখাবে না হালালগুগলিং।

মাইক্রোসফটের এমএসএন টিভি বন্ধ হচ্ছে

মাইক্রোসফটের এমএসএন টিভি বন্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক :



মাইক্রোসফট গ্রাহক কমে যাওয়ায় ১৯৯৭ সালে ৫০ কোটি ডলারে কেনা এমএসএন টিভি সার্ভিস বন্ধ করে দিচ্ছে। আর এমএসএন টিভি সার্ভিসটি সেপ্টেম্বরের শেষের দিকে বন্ধ হচ্ছে।
 
এমএসএন টিভি বন্ধ প্রসঙ্গে, পোস্ট ও ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দিয়েছে এমএসএন টিভি টিম।
 
অ্যাপলের সিইও টিম কুক আলটাইম ডিজিটালকে বলেন, “এমন নয় যে, ১০ অথবা ২০ বছর আগে মানুষ এটি পছন্দ করত। মানুষ এখনও ইন্টারঅ্যাকটিভ টিভি পছন্দ করে।”
 
কিন্তু মাইক্রোসফট এ ব্যবসা বন্ধের সিদ্ধান্তে অটল বলেই জানিয়েছে। একসময় বেশ জনপ্রিয় সেবাটির গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে ক্রমেই। একসময় মিডিয়ারুম, সেট-টপ বক্স যুক্ত করেছিল মাইক্রোসফট। সেসব প্রযুক্তি আরেক টেলিকম প্রতিষ্ঠান এরিকসনের কাছে বিক্রি করছে মাইক্রোসফট।

তিন বছরে ইন্টারনেট ট্রাফিক হবে চারগুণ

তিন বছরে ইন্টারনেট ট্রাফিক হবে চারগুণ
শামছুল হক রাসেল
তিন বছরে ইন্টারনেট ট্রাফিক হবে চারগুণ
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। নিত্যনতুন উদ্ভাবনী বলে এগিয়ে যাচ্ছে এ সেক্টর। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে ইন্টারনেটভক্তের সংখ্যা। বোদ্ধারা একে ইন্টারনেট 'বুম' বলে অভিহিতি করছেন। খুদে মোবাইল ইন্টারনেট পণ্য এবং ট্যাবলেট কম্পিটারের প্রভাবে আগামী ২০১৬ সালের মধ্যে ইন্টারনেট ট্রাফিক চারগুণ হবে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ২০১৬ সালের মধ্যে ইন্টারনেট ট্রাফিক ১.৩ জেটাবাইটস ব্যান্ডউইথড ছাড়িয়ে যাবে (এখানে ১ জেটাবাইটস মানে ১ ট্রিলিয়ন গিগাবাইটস। ২০১১ সালকে ভিত্তি বছর ধরে সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, ভবিষ্যতের ইন্টারনেট বিশ্বে ভিডিও ফোনকল, ট্যাবলেট পণ্যে চলচ্চিত্র, ওয়েবনির্ভর টিভি এবং ডেস্কটপ ভিডিও কনফারেন্সিং ব্যাপক চাহিদা তৈরি করবে। এর প্রভাবে বিপুল পরিমাণ (জেটাবাইটস) ইন্টারনেট ট্রাফিক (ব্যান্ডউইথড) প্রয়োজন হবে।
২০১৬ সালে বিশ্বের অর্ধেক মানুষ ইন্টারনেট নেটওয়ার্কের আওতাভুক্ত হবে। আর গড় ইন্টারনেট ট্রাফিকের ব্যান্ডউইথ চারগুণে পৌঁছবে। এ ছাড়া বিশ্ব গিগাবাইটের হিসাব ছাড়িয়ে পৌঁছে যাবে জেটাবাইটের কোটায়। আমাদের জীবনগতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। এর সবচেয়ে বড় নিয়ামক ইন্টারনেট। একটা সময় শুধু তরুণ-তরুণীদের কাছে ইন্টারনেট জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে ছোট বড়, তরুণ-তরুণী নির্বিশেষে যেকোনো বয়সের নারী-পুরুষ ইন্টারনেটের মাধ্যমে তাদের নিত্যদিনের কাজ কর্ম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ রক্ষাও করে যাচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ও টুইটার নিত্যনতুন প্রোগ্রাম চালু করে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে চলেছে। কেউ কেউ বলছেন এসব সাইট মানুষকে ইন্টারনেটমুখী করছে। এমনকি ঘরে বসেই কেনাকাটা করছে এ প্রজন্মের মানুষ। হাতের মুঠোয় নিয়ে এসেছে গোটা বিশ্ব। আর সবই সম্ভব হচ্ছে ইন্টারনেটের কল্যাণে। ফলে এর প্রভাব পড়বে ইন্টারনেট বিশ্বে। ২০১৬ সাল নাগাদ আলাদাভাবে ইন্টারনেট নেটওয়ার্ক এক হাজার ৮৯০ কোটি সংযোগ ছাড়িয়ে যাবে। তখন প্রতিজনের জন্য গড়ে ২.৫টি ইন্টারনেট সংযোগ থাকবে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ২০১৬ সালে শুধু যুক্তরাষ্ট্রেই ৩৪০ কোটি সংযোগের ইন্টারনেট গ্রাহক তৈরি হবে। অর্থাৎ বিশ্ব জনসংখ্যার ৪৫ ভাগ মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কভুক্ত করবে এটি।
ইন্টারনেটের এ অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ইতোমধ্যে দেশের প্রত্যান্ত অঞ্চলেও পেঁৗছে গেছে ইন্টারনেট সেবা। সব সেক্টরেই লেগেছে ইন্টারনেটের এ ছোঁয়া। এমনকি সরকারের বিভিন্ন কার্যক্রম থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন কার্যক্রমও সম্পন্ন হচ্ছে অনলাইন সেবার মাধ্যমে। এছাড়া ইন্টারনেটের এ অগ্রযাত্রা ত্বরান্বিত করেতে নেওয়া হচ্ছে সময়পোযোগী ও বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ।

পর্নো সাইট বন্ধ করতে পারছে না ভারত

পর্নো সাইট বন্ধ করতে পারছে না ভারত
অনলাইন ডেস্ক:
পর্নো সাইট বন্ধ করতে পারছে না ভারত
প্রাপ্ত বয়স্কদের জন্য পর্নোগ্রাফি নিষিদ্ধ নয়- এই আন্তর্জাতিক আইনের মারপ্যাচে পড়ে পর্ণোগ্রাফিক ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ করতে পারছে না ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।২০১১ সালে সাইবার আইনে কিছু সংযোজনীর কারণে এখনই কোন পদক্ষেপ নেয়া সম্ভব নয় বলে জানায় ভারতের টেলিকম বিভাগ।এর আগে ভারতের টেলিকম বিভাগ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলি (আইএসপি)-কে ৩৯টি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দেয় কিন্তু নিষিদ্ধ সাইটগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮ ইউএসসি ২২৫৭ নিয়ম অনুযায়ী সেই সাইটগুলি পরিচালিত করছে বলে সাফ জানিয়ে দেয়- সাইটগুলো বন্ধ করা সম্ভব নয়।

কয়েকমাসের মধ্যেই রাজশাহীতে টেলিটক থ্রিজি

কয়েকমাসের মধ্যেই রাজশাহীতে টেলিটক থ্রিজি
অনলাইন ডেস্ক:
কয়েকমাসের মধ্যেই রাজশাহীতে টেলিটক থ্রিজি
বহুল প্রত্যাশিত টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবার আওতায় আসতে যাচ্ছে রাজশাহীবাসী। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে রাজশাহী মহানগরীর মানুষ থ্রিজির সেবা পাবেন বলে আশা করা যাচ্ছে। বর্তমানে রাজশাহীতে ২.৫ জি নেটওয়ার্ক চালু আছে।প্রায় পাঁচ বছর আগে বাংলাদেশে প্রথম থ্রিজি সেবার পরীক্ষামূলক নেটওয়ার্ক স্থাপন করা হয়েছিল। ২০০৮ সালে এরিকসন থ্রিজি মোবাইল ফোন এই সেবার পরীক্ষামূলক নেটওয়ার্ক স্থাপন করে ওই বছরেই ১০ আগস্ট রাজধানীর একটি হোটেলে এর কার্যকারিতা উদ্বোধন করে।রাজশাহীতে ইতোমধ্যে থ্রিজি সেবা চালু করতে সরকারিভাবে প্রায় সব প্রস্তুতি শেষ করতে কাজ করে যাচ্ছে একটি দায়িত্বপ্রাপ্ত দল। থ্রিজি চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলোও বসানো হয়েছে বলে জানা গেছে।

মোবাইল বনাম নিত্যনতুন ভাইরাস

মোবাইল বনাম নিত্যনতুন ভাইরাস

মোবাইল বনাম নিত্যনতুন ভাইরাস
মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জরুরি একটি ডিভাইস। আর প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে প্রতিনিয়তই সংযোজিত হচ্ছে নানা ধরনের সুযোগ-সুবিধা। বিশেষ করে কম্পিউটারের কাজগুলোও মোবাইলভিত্তিক হয়ে গেছে। বর্তমানে উইন্ডোজভিত্তিক বিভিন্ন ফোনের ব্যবহার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এই ফলশ্রুতিতেই কম্পিউটারের মতো মোবাইলও ভাইরাস আক্রান্ত হচ্ছে।
মোবাইল ভাইরাস : মোবাইল ভাইরাস কম্পিউটার ভাইরাসের মতোই একটি প্রোগ্রাম। প্রথমে এটি কোনো মোবাইল ফোনে প্রবেশ করে। যা ক্রমেই অন্য মোবাইলে নিজেকে কপি করে ছড়াতে থাকে। আর এই ছড়ানোর ক্ষেত্রে কখনোবা এমএমএস, এসএমএস অন্য কোনো ফাইলের মাধ্যমে ছড়াতে পারে। তবে আশার বিষয় হচ্ছে, কম্পিউটারের মতো মোবাইল ভাইরাস ব্যাপকভাবে বিস্তৃত হয়নি।
এ ভাইরাসে ক্ষতির ধরন : মোবাইলের ফোনবুকের সব কন্ট্রাক্ট নম্বর, ক্যালেন্ডার, অ্যাপয়েনমেন্ট ইত্যাদি প্রয়োজনীয় ডাটা ডিলিট করে দিতে পারে মোবাইল ভাইরাস। আবার কখনো ফোনবুকে থাকা অন্যান্য নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস বা এমএমএস পাঠায়। এমনকি যার মাধ্যমে ভাইরাস অন্য মোবাইলেও স্থানান্তর হতে পারে। আবার দেখা যায়, মোবাইলের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিলিট বা অকার্যকর করে দেয়।
যেসব মোবাইল আক্রান্ত হয় : ২০০৪ সালে প্রথম মোবাইল ভাইরাস আক্রমণের কথা জানা যায়। এ পর্যন্ত যেসব ভাইরাস শনাক্ত করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, উইন্ডোজভিত্তিক অপারেটিং সিস্টেমে চালিত ফোনগুলোই আক্রমণের শিকার। এর মধ্যে সিমবিয়ান সিরিজের অপারেটিং সিস্টেম ব্যবহৃত মোবাইল ফোন। যেমন- সিমবিয়ান অথবা সিমবিয়ান সিরিজ ৬০ ফোনগুলোই বেশি আক্রান্ত হয়েছে। তবে যেসব সেট শুধু কল রিসিভ কিংবা কল করার কাজে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো ঝুঁকিমুক্ত। অর্থাৎ সাধারণ বা হালকা মানের সেটগুলো ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত।
িবর্তমানে ব্যাপকভাবে মোবাইল ইন্টারনেট ব্যবহার এবং বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড ও আদান-প্রদান করা হয়। সরাসরি মোবাইল বা মোবাইল ব্যবহার করে কম্পিউটারে ডাউনলোড করলেও ভাইরাস মোবাইলে আক্রমণ করতে পারে। িভাইরাস আক্রান্ত কোনো মোবাইল থেকে ব্লু-টুথের মাধ্যমে অন্য ফোনেও ছড়াতে সক্ষম। এই পদ্ধতিতে ভাইরাস ফোনে বায়ুবাহিত জৈবিক ভাইরাসের মতোই ছড়াতে পারে।
প্রতিরোধের উপায় : মোবাইলের ফাইল ফরম্যাট সম্পর্কে ভালোভাবে না জানার কারণে কোনটি কি ধরনের ফাইল তা জানা মুশকিল। তাই কোনো ফাইল সম্পর্কে সামান্য সন্দেহ হলে সে ফাইল না খোলাই ভালো।
ি অপ্রয়োজনে ব্লু-টুথ অপশন বন্ধ রাখা ভালো। এতে আপনার অজান্তে অন্য কোনো ডিভাইস থেকে ভাইরাস আসতে পারবে না। এছাড়াও ব্লু-টুথের মাধ্যমে অন্য ডিভাইস থেকে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ি সিকিউরিটি আপডেট চেক করার মাধ্যমে ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। ি এছাড়া কিছু সিকিউরিটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই মোবাইল অ্যান্টিভাইরাস বাজারে ছেড়েছে যা খুবই কার্যকর।

উইন্ডোজ এক্সপি-কে বিদায় দিল মাইক্রোসফট

উইন্ডোজ এক্সপি-কে বিদায় দিল মাইক্রোসফট
অনলাইন ডেস্ক:
উইন্ডোজ এক্সপি-কে বিদায় দিল মাইক্রোসফট
কম্পিউটিং জগতে একচ্ছত্র রাজত্বকারী অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি বন্ধ হতে চলেছে। ২০১৪ সালের ৮ এপ্রিলের পর মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির সবধরণের আপডেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সিকিউরিটি প্যাচ ফাইল, সিকিউরিটি আপডেট সিস্টেম, নন সিকিউরিটি হট ফিক্স সহ সব ধরণের ফাইল আপডেট বন্ধ হয়ে যাবে।বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত  উইন্ডোজ এক্সপি বন্ধ করার  মাইক্রোসফটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হবে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের। কোটি কোটি সাধারণ ব্যবহারকারী ছাড়াও সরকারি -বেসরকারি অফিস, ব্যাংক ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে যারা উইন্ডোজ এক্সপি নির্ভর কম্পিউটিং করছে। আপডেট বন্ধ হওয়া মাত্রই উইন্ডোজ হ্যাকারদের কাছে ছেলেখেলা অপারেটিং সিস্টেমে পরিণত হওয়ার আশঙ্কা করছেন বিশেষঙ্গরা।এখন পর্যন্ত উইন্ডোজের বহু আপডেটেড ভার্সন এসেছে। সর্বশেষ এসেছে উইন্ডোজ ৮ সংস্করণ ছাড়ে মাইক্রোসফট।

গুগলের নতুন প্রোজেক্ট

গুগলের নতুন প্রোজেক্ট
বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান গুগল নতুন প্রোজেক্ট ইউনিভার্সাল ট্রান্সলেটর এর কথা প্রকাশ করেছে। আর তা যদি সত্যি হয় তবে মাতৃভাষাতেই কথা বলা যাবে অন্য ভাষাভাষীর মানুষের সাথে। 
গুগল এমন একটি প্রোটোটাইপ বানানোর চেষ্টা করছে যা কিনা একদিন আপনাকে সাহায্য করবে পৃথিবীর যেকোনো স্থানে গিয়ে যেকোনো ভাষায় কথা বলতে, তাঁদের কথা বুঝাতে, ওই ভাষায় বিন্দুমাত্র জ্ঞান না রেখে । যন্ত্রটির নাম রাখা হয়েছে “Babel fish” যা কিনা ডগ্লাস অ্যাডামস তার "The Hitchhiker’s Guide to the Galaxy" বইতে লিখেছিলেন, যা একটি কাল্পনিক মাছ এর  নাম। 
প্রতিষ্ঠানটির অ্যানড্রইড, গুগল সফটওয়্যার ফর মোবাইল ডেভলাপারস বিভাগের প্রধান হুগো বাররা বলেন, এতি একটি রিয়েল টাইম ট্রান্সলেটর বানানোর প্ল্যান যা কিনা শুরু হয়ে গিয়েছে । তিনি বলেন. তারা অনেক প্রোটোটাইপ বানিয়েছেন এবং তারা সেগুলো নিয়ে খেলছেন এবং প্রতি সপ্তাহ পর্যবেক্ষণ করছেন কতটুকু অগ্রসর হওয়া গেল।

১০ সেপ্টেম্বরেই আইফোন ৬ আসছে !

আইফোন ভক্তরা নিশ্চয়ই খুশি হবেন এই খবরে। নতুন আইফোনের আত্মপ্রকাশের জন্য অ্যাপল চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে।
খুব অল্প সময়ের ব্যবধানে আইফোন ৬ বাজারে আসায় ক্রেতাদের কেমন সাড়া মিলবে সেটা নিয়ে ইতোমধ্যেই বেশ আলাপ জমে ওঠেছে আইফোন আর স্মার্টফোনের বাজারে।  নতুন আইফোনের চমক থাকবে এটার বাহারি রঙ আর স্বল্পমূল্যে।
যদিও অ্যাপল কর্তৃপক্ষ নতুন আইফোনের দাম আর বিপণন নিয়ে অফিসিয়ালি কোন বক্তব্য দেয়নি তবে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে আগামী ১০ সেপ্টেম্বরে বাজারে নতুন আইফোন পাওয়া যাবে!

নীল গ্রহে কাচ-বৃষ্টি

এবার কাচ-বৃষ্টি হয় এমন একটি নীল গ্রহ খুঁজে পেল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। হাবল টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর মতো গাঢ় নীল বর্ণের এ গ্রহটির নাম দেয়া হয়েছে এইচডি ১৮৯৭৩৩ বি।
পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরের এ গ্রহটি মূলত গ্যাসীয় দানব গ্রহ। তাপমাত্রার আধিক্যের কারণে এই গ্রহে কাচ-বৃষ্টি হয় বলে জানিয়েছে গবেষকরা। কাচ-বৃষ্টির কাচের ওপর আলোর প্রতিফলনের কারণে পুরো গ্রহকেই গাঢ় নীল মনে হয়।
গবেষক ব্রুস ফেগলি হাফিংটন পোস্টকে এ বিষয়ে জানিয়েছেন, পৃথিবীর তুলনায় অন্যান্য গ্রহপৃষ্ঠ ও বায়ুমণ্ডল অত্যন্ত উত্তপ্ত থাকে। সেখানকার আগ্নেয়গিরি থেকে নির্গত ধাতব যৌগ বায়ুমণ্ডলের শীতল অঞ্চলে ঘনীভূত হয় এবং ভূপৃষ্ঠের ওপর তুষারের মতো পড়তে থাকে।
অন্যান্য গ্রহে এর আগে তুষারের মত বৃষ্টি উড়ার কথা শোনা গেলেও এবারই প্রথম কাচ-বৃষ্টির কথা জানা গেল।

বাংলাদেশে ইন্টারনেটের গতি বাড়বে শিগগিরিই

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সবচেয়ে বেশি মাথা ব্যথা ইন্টারনেট স্পিড বা ডাটা ট্রান্সফার রেট নিয়ে। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ইন্টারনেট স্পিড অনেক কম। অভিযোগ থেকে ব্যাবহারকারীদের এখন বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।
অবশ্য গ্রাহকদের উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে ভারতীয় এয়ারটেল বাংলাদেশকে শিগগিরই একটি আন্তর্জাতিক ফাইবার অপটিক ক্যাবলে যুক্ত করতে যাচ্ছে। এই অপটিক ক্যাবলে যুক্ত হওয়া মাত্রই বাংলাদেশে থার্ড জেনারেশন বা থ্রিজি সেবা চালুর পর ইন্টারনেটে তথ্যের আদানপ্রদান বেড়ে যাবে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ একটি মাত্র ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ইন্টারনেটে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তাই ইন্টারনেটের গতি ও সংযোগে সমস্যা হয়। 

মাধবকুণ্ড জলপ্রপাতে ৩৩ বছরে ৩৫ প্রাণহানি

মাধবকুণ্ড জলপ্রপাতে ৩৩ বছরে ৩৫ প্রাণহানি

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

বড়লেখা মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রের মরণফাঁদ জলপ্রপাতে ৩৩ বছরে গতকাল উদ্ধার হওয়া ঢাকা ক্যামব্রিয়ান কলেজছাত্র জসিমসহ ৩৫ পর্যটকের প্রাণহানি ঘটেছে। রবিবার জলপ্রপাতে সাঁতার কাটতে গিয়ে ক্যামব্রিয়ান কলেজের দুই ছাত্র নিখোঁজ হওয়ার পর শেখ দিদারুল আলম উদ্ধার হলেও টঙ্গী থানার এরশাদনগর এলাকার মুদি দোকানদার শেখ আশিকের ছেলে ক্যামব্রিয়ান কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র শেখ জসিম উদ্দিন (১৮) নিখোঁজ থাকে।অবশেষে দীর্ঘ ১৮ ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে ৯টায় পাথরের ভাঁজে আটকে থাকাবস্থায় জসিমের লাশ উদ্ধার করে ডুবুরি দল।


পর্যটন কেন্দ্রের তথ্য ও স্থানীয় সূত্রমতে, মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রের জলপ্রপাতে ১৯৮০ সাল থেকে ২০০১ পর্যন্ত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। তবে কোনো সূত্রই হতভাগাদের নাম ঠিকানা জানাতে পারেনি। তবে ২০০২ থেকে গতকাল পর্যন্ত ১২ বছরের প্রাপ্ত তথ্য মতে, ২০০২ সালে সিলেট শাহজালাল ইউনিভার্সিটির দুই ছাত্র পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে প্রাণ হারায়। ২০০৪ সালের ৩ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের স্কুলছাত্রী তাহমিনা হারুন চৌধুরী, ওই বছরের ৯ জানুয়ারি সিলেটের কুয়ারপাড় এলাকার ব্রিটিশ-আমেরিকা টোব্যাকো কোম্পানির কর্মচারী মোহাম্মদ আলী মিনু, ২০০৫ সালের ৫ জানুয়ারি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী ফারজানা ইসলাম, ওই বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম এবং ৩০ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদুর রহমান শাহেদ, ২০০৬ সালের ডিসেম্বরে কুলাউড়া উপজেলার করেরগ্রামের আরও এক ব্যক্তি কুণ্ডের পানিতে গোসল করতে নেমে মারা যান। ২০০৭ সালের ২৫ মে ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র আনিসুর রহমান সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়ার এক দিন পর তার মৃতদেহ ভেসে ওঠে। ২০০৮ সালের ২৮ আগস্ট পানিতে ডুবে প্রাণ হারায় ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফতেহ মো. শাহী। পরদিন ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে। ২০০৯ সালের ২ আগস্ট সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে ঢাকার উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রি কলেজের ছাত্র খন্দকার রাহিমুল ইসলাম রিয়াল। ২০১১ সালের ১২ মার্চ উপর থেকে নিচে পড়ে নিখোঁজ হয় গাজীপুর উপজেলার শ্রীপুর গ্রামের ডুমবাড়িচালা গ্রামের মুক্তার পাটোয়ারীর একমাত্র ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র পারভেজ আহমদ বাপ্পী। ঠিক একই সময় বাপ্পীর দুলাভাই ফিরোজ মিয়া ওপর থেকে কুণ্ডের পানিতে পড়লেও অলৌকিকভাবে বেঁচে যান। জলপ্রপাতের উপর থেকে নিচে পড়ে বেঁচে যাওয়ার ঘটনা এটিই ছিল প্রথম। ২০১২ সালের ১২ মার্চ বড়লেখা সদর ইউনিয়নের উত্তর রাঙ্গাউটি গ্রামের আবদুল হামিদের মেয়ে রুমানা বেগম প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে পাহাড়ের উপর থেকে পড়ে রহস্যজনক মৃত্যু ঘটে।


নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না

নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না
নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না। মিডিয়াতে টিকতে হলে নিজেকে নগ্ন করতেই হবে। ছবিতে নগ্নদৃশ্যে অভিনয় করে অনেকেই সফল হয়েছেন। আমিও সে পথেই হাঁটতে চাই। তাছাড়া নগ্ন হওয়ার মধ্যে আমি খারাপ কিছু দেখি না বলে মন্তব্য করেন শার্লিন চোপড়া।
ইতোপূর্বে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে সমালোচিত হয়েছিলেন শার্লিন চোপড়া। তবে 'কামসূত্র থ্রিডি' ছবিতে নিজেকে আরও নগ্ন ভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করে আলোচনার শীর্ষে চলে আসেন শার্লিন। তার এই নগ্নতার বৈধতা দেয়ার জন্য এমন বক্তব্য দেন তিনি।

তবে সমালোকরা মনে করেন, শার্লিনের এমন বক্তব্য নতুন কিছু নয়। সে কাউকে তোয়াক্কা করেনা। নিজের স্বার্থে সব কিছু সে করতে পারে। তবে তার এমন বক্তব্যে আলাদা কোন উদ্দেশ্য আছে।

এবার মিতা হকের 'ঘোমটা তত্ত্ব'

এবার মিতা হকের 'ঘোমটা তত্ত্ব'


অনলাইন ডেস্ক:


এবার মিতা হকের 'ঘোমটা তত্ত্ব'

রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হকের 'ঘোমটা তত্ত্ব' নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে 'সংস্কৃতিজনের রাজনীতি ভাবনা' শীর্ষক টকশোতে তিনি বলেন, যারা ঘোমটা পড়ে তারা বাঙালি নয়।  এ অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের একটি আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমাদের বাংলাদেশে শুধু আদিবাসীরাই বাংলাদেশি। বাকি সবাই আমরা বাঙালি। 'বাঙালি' যারা, ঈদের দুই দিন পরে হরতাল ডেকেছে। তারা পরিচিত ধর্মীয় সংগঠন হিসাবে। আমরা বলছি, আমাদের পরিষ্কার একটি রেখা আছে। ধর্মের চর্চা, ধর্মের কাজ সেভাবে করবো। তবে আমার একটি কমন পরিচয় থাকবে, আমরা বাঙালি।
টকশোতে মিথিলা ফারজানার সঞ্চালনায় অংশ নেন নাট্যকার মামুনুর রশীদ ও অভিনেতা তারেক আনাম। মিতা হক বলেন, আমরা শাড়ি পড়ে বসেছি। মামুন ভাই, তারেক ভাই পাঞ্জাবি পড়েছেন। তারা কেউ দাড়ি টুপি লাগিয়ে নেই। কেউ লম্বা সিঁদুর পড়েও নেই। আমাদের আইডেন্টিটি ক্রাইসিসটা এতো বাজে, আজকাল বাংলাদেশে রাস্তায় বেরিয়ে, কোন ডাক্তারখানায় বা হাসপাতালে গিয়ে, যেখানে একটু লোকজনের সমাগম বেশি, যেখানে ওয়েটিং রুম আছে, লোকজন অপেক্ষা করছে, সেখানে দেখি যে, একমাত্র আমিই বাঙালি। আমি শাড়ি পড়ে গেছি আর আমার মাথায় ঘোমটা নেই। আজকাল তারা এইটুকু মুখ (শুধু চোখ খোলা থাকে) বের করে রাখছে। এতে তারা আর যাই হোক, বাঙালি নয়।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে এই কণ্ঠশিল্পী বলেন, বিএনপি আর জামায়াতের তো একটাই অস্ত্র। মিথ্যা কথা বলা, ইতিহাস বিকৃত করা। যারা হেফাজতে ইসলামের মঞ্চে গিয়ে শরবত খাওয়ান। তারা নতুন নতুন অশ্লীল সিডি তৈরি করে গ্রাম-গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে  প্রজেক্টর নিয়ে, ইলেট্রিক যন্ত্র নিয়ে দেখিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা যারা বর্তমান সরকারের সমর্থক। (কিছুটা হলেওতো সমর্থন আছে, কারণ তারা মূল বিষয়ে একমত আমাদের সঙ্গে। তারা অসাম্প্রদায়িক এবং যুদ্ধাপরাধীদের বিচার করবে। এক্ষেত্রে আমি অবশ্যই স্বীকার করবো আমি এ দলকে সমর্থন করি। আমার ভয় নেই।) তাদের ভালো কাজের প্রচার হয়নি। তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিডিও ফিল্ম এবং ওয়াজ গ্রামগঞ্জে প্রচার হয়েছে।এসময় তারেক আনাম মিতা হকের কথার পরিপ্রেক্ষিতে বলেন, ওরা পলেটিক্যালি অগ্রসর হচ্ছে। তোমারা যাদের সমর্থন করছো তারা পলিটিক্যালি অগ্রসর হয়নি কেন? তখন মিতা হক বলেন, ওরা মেধাহীন।

মঙ্গলে পাড়ি জমাতে এক লাখ আবেদন

মঙ্গলে পাড়ি জমাতে এক লাখ আবেদন

অনলাইন ডেস্ক :

মার্স ওয়ানের দপ্তরে মঙ্গলে বসতি গড়ার অভিযানে যোগ দিতে এক লাখেরও বেশি দরখাস্ত জমা পড়েছে। যদিও আয়োজকরা আগেই জানিয়ে দিয়েছেন যারা মঙ্গলে যাবেন এই পৃথিবীতে আর কখনো তাদের ফেরা হবে না।
সিএনএন এর খবরে বলা হয়, গত বছর মঙ্গলে বসতি গড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসে নেদারল্যান্ডসভিত্তিক এই বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি। যে পরিকল্পনা তারা সাজিয়েছে, তাতে আবেদনকারীদের মধ্যে থেকে চল্লিশজনকে বেছে নেয়া হবে এবং ২০২৩ সালে চার নভোচারীর প্রথম দলটি মঙ্গলে যাবে। এরপর প্রতি দুই বছর পরপর নতুন অভিযাত্রীরা যোগ দেবেন তাদের সঙ্গে।
মার্স ওয়ানের ঘোষণা অনুযায়ী, এই ওয়ানওয়ে টিকেটে যারা মঙ্গলে যাবেন, তাদের আর কোনোদিনই পৃথিবীতে ফেরা হবে না। বরং মহাকাশে মানুষের বসতি ছড়িয়ে দিতে লালগ্রহ মঙ্গলে তাদের গড়তে হবে এক নতুন পৃথিবী। মঙ্গলে বেঁচে থাকার মতো উপযুক্ত পরিবেশও তাদেরই তৈরি করে নিতে হবে।
এ অভিযানে অংশ নিতে আবেদন করতে পারছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ ১৮ বা তার বেশি বয়সী এবং শারীরিকভাবে সক্ষম যে কেউ। তবে এজন্য নিজের দেশের মাথাপিছু আয়ের ভিত্তিতে পাঁচ থেকে ৭৫ ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে আবেদনকারীদের।
২০১৫ সালের জুলাইয়ে আবেদনকারীদের  মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে চার জন করে মোট ছয়টি দল গঠন করা হবে। এরপর মঙ্গল অভিযানের উপযুক্ত করে তুলতে ৮ বছর ধরে প্রশিক্ষণ চলবে তাদের।
উল্লেখ্য, বছর দুয়েক আগে মঙ্গল অভিযানের এই পরিকল্পনা মাথায় আসার পর নিজের পয়সাতেই কাজ শুরু করেছিলেন মার্স ওয়ানের সিইও ডাচ উদ্যোক্তা ও প্রকৌশলী ব্যাস ল্যান্ডসড্রপ। তবে গত ডিসেম্বর থেকে অনুদান নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেয়ার কাজ শুরু করেছেন তিনি। মঙ্গলে মনুষ্যবাহী প্রথম অভিযানের ব্যয় ধরা হয়েছে ছয় বিলিয়ন ডলার।
ল্যান্ডসড্রপ বলেন, যখন মঙ্গলে মানুষ যাবে, সেখানে মানষের বসতি হবে, একটি নতুন পৃথিবী গড়ে তুলবেন তারা- তা হবে পৃথিবীর ইতিহাসের সবচেযে বড় একটি ঘটনা। এই বিজয়ের গল্পটি আমরা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

হ্যালো, আমি শেখ হাসিনা বলছি...

হ্যালো, আমি শেখ হাসিনা বলছি...

অনলাইন ডেস্ক :

সকাল নয়টা ৩৮ মিনিট। বেজে উঠল মুঠোফোনটি। রিসিভ বাটনে চাপ দিতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো-‘হ্যালো, আস-সালামু আলাইকুম’ আমি শেখ হাসিনা বলছি। ঈদের শুভেচ্ছা নিন।...।  গত বৃহস্পতিবার থেকে মুঠোফোনে ভয়েসকলের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে, শিক্ষা খাতে সরকারের উন্নয়নের কথাও তুলে ধরছেন ৩০ সেকেন্ডের ওই কলটিতে।
প্রধানমন্ত্রীর ভয়েস কলটি দেশবাসীর কাছে পৌঁছে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত মুঠোফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায়। কলটি আসছে ০১৫১২৩৪৫৬৭৮ নম্বর থেকে। দেশের সব মুঠোফোন অপারেটরের গ্রাহকরা এ ভয়েস কলটি পাবেন পর্যায়ক্রমে।

Saturday, 10 August 2013

বেডরুমের জন্যও ট্যাক্স দিতে হবে!

বেডরুমের জন্যও ট্যাক্স দিতে হবে!

বেডরুমের জন্যও ট্যাক্স দিতে হবে!
ব্রিটেনে 'দ্যা বেডরুম ট্যাক্স' এবার আইনের কাছে হেরে গেল। সুতরাং ফলাফল দাড়াচ্ছে, ঘরের অতিরিক্ত বেডরুমের জন্য ট্যাক্স দিতেই হবে। ট্যাক্স দিতে অক্ষম দম্পতিরা বাড়তি রুমে হাসপাতালের বেড বিছিয়ে থাকছেন!
অনেক আলোচনা-সমালোচনার পর এখন থেকে বেডরুমের জন্য ট্যাক্স পরিশোধ না করলে আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে বাড়িয়ালাকে। যারা অতিরিক্ত বেডরুমের জন্য ট্যাক্স দিতে অক্ষম তাদেরকে ঘরছাড়া হওয়া ছাড়া আর কোন উপায় নেই বললেন, নিরাশ আইনগত লাড়াইয়ে হেরে যাওয়া অভিযোগকারীরা।
যারা অসুস্থ্য তাদের জন্য এটা তো মরার ওপর খাড়ার ঘা হলো। উডি ডেন তার ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ বাবা ডেভিডের জন্য এমনিতেই সপ্তাহে ৬০ ডলার পরিশোধ করে থাকেন এখন তার জন্য নেয়া বাড়তি বেডরুমের জন্যও ট্যাক্স দিতে হবে ভেবে তীব্র হতাশা প্রকাশ করে মিরর নিউজের কাছে।

১১ বছর পর মা-ছেলেকে মিলিয়ে দিল ফেসবুক!

১১ বছর পর মা-ছেলেকে মিলিয়ে দিল ফেসবুক!


১১ বছর পর মা-ছেলেকে মিলিয়ে দিল ফেসবুক!
সোস্যাল মাধ্যমগুলো ভালো-মন্দ নিয়ে কত আলোচনা আর সমালোচনাই না হচ্ছে প্রতিনিয়ত। তবে এক দশকেরও বেশি সময় পরে হারানো ছেলে যখন ফেসবুকে খুঁজে ফিরে এলো নিজের মায়ের বুকে তখন চোখ ভিজে ওঠেছে অনেকেরই।
১২ বছর বয়েসী অঙ্কুশ মায়ের সাথে রাগ করে ১১ বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে প্রায় এক যুগ নিখোঁজ এই বালকের সন্ধান দিল ফেসবুক। বাড়ি থেকে পালিয়ে পুণে থেকে ৪০০ কিলোমিটার দূরে নানদেদ শহরে বেড়ে ওঠেন অঙ্কুশ। সময়ের পালা বদলে কাজ শুরু করেন রেরু সাহিব গুরুদ্বারে।
দিন পার হয়েছে, বহুবার চেষ্টা করেছেন ঘরে ফেরার। চাচার বাড়ির ফোন নাম্বর, বাড়ির ঠিকানা বদলে যাওয়ায় সব যেন হারিয়ে গিয়েছিল। মা হেমলতাও খুঁজেছেন বড় ছেলেকে। অবশেষে ফেসবুকে নিজের ভাইকে খুঁজতে শুরু করেন অঙ্কুশ। দেখতে লাগলেন সন্তোষ নামের অসংখ্য প্রোফাইল। অবশেষে চিনতে পারলেন ছবি দেখে। তারপর নিজের গ্রামে ফিরে গেলেন অঙ্কুশ, হাঁটা আর মুখে কাটা দাগ দেখে মা চিনতে ভুল করলেন না ছেলেকে।
১১ বছর পর মা-ছেলেকে মিলিয়ে দিল ফেসবুক।

বউকে ফাঁকি দিয়ে ৬ বছরের সংসার!

বউকে ফাঁকি দিয়ে ৬ বছরের সংসার!

বউকে ফাঁকি দিয়ে ৬ বছরের সংসার!
বউকে ফাঁকি দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভবই বলে মনে করেন জিমা। অন্তত পশ্চিমাবিশ্বে এমন সম্পর্ক গোপন রাখা প্রায় অসম্ভবই বলা যায়। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস তার স্বামীই তাকে ফাঁকি দিয়ে আরেকটা সংসার করে আসছে ৬ বছরেরও বেশি সময় ধরে!
জিমার এই প্রতারক স্বামীর নাম কাই। ঘটনার সূত্রপাত একটি 'ফাদারস ডে' শুভেচ্ছা কার্ড থেকে। কার্ডটি কোথা থেকে এলো সেটা প্রথমে অনেক ভেবেও বের করতে পারেননি তিনি। স্বামীকে জিঙ্গেস করতেই বলেছিল, এটা তার বন্ধুর। তারপর বহুদিন কেটে গেল। জিমাও সব ভুলতে বসেছিলেন। কিন্তু স্বামী প্রতি সাপ্তাহিক বন্ধে কোথায় যায় সেটা খুজতেই বেরিয়ে এলো সব। জানা গেল স্বামীর আরেকটি সংসার আছে, সেখানে দুটি সন্তানও আছে তার!
জিমা মোটামুটি হতভম্ব হয়ে গেলেন তার স্বামীর এমন রূপ দেখতে পেয়ে। স্বামী কাইয়ের কাছে এসবের কোন সদুত্তর ছিল না। তারপরও নিজেদের সন্তাদের  ভবিষ্যতের দিকে তাকিয়ে সংসার চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিমা

ব্রিটেনে নিষিদ্ধ মিনি স্কার্ট!

ব্রিটেনে নিষিদ্ধ মিনি স্কার্ট!


ব্রিটেনে নিষিদ্ধ মিনি স্কার্ট!
খোদ বৃটেনে এবার মেয়েদের মিনি স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এটা ঘটেছে গ্রেট ব্রিটেনের ওরস্টারশায়ার কাউন্টির রেডিচ শহরে ওয়াকউড চার্চ অব ইংল্যান্ড মিডল নামের স্কুলে। সেখানে মেয়ে শিশুদের মিনি স্কার্ট পরা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কার্যকর হল এই নিয়ম।
একই সঙ্গে ২০১৪ সাল থেকে স্কার্টের ওপর ব্লাউজের মতো পোশাক পরাও নিষিদ্ধ করা হয়েছে। স্কুল পোশাকে ছেলেমেয়েদের কোনো ভিন্নতা থাকবে না বলে এ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশের কারণ হিসাবে বলা হয়েছে স্কার্টে মেয়েদের দৃষ্টিকটু লাগে। যাদের বয়স ৯ থেকে ১৩ বছর তাদের এখন থেকে ট্রাউজার পরতে হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই আদেশ কার্যকর হবে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালবাসার কোর্স

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালবাসার কোর্স

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালবাসার কোর্স
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 'ভালোবাসার কোর্স' নামে নতুন একটি কোর্স চালু হচ্ছে। আগামী বছরের জানুয়ারি থেকে এ কোর্সটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার গতকাল গণমাধ্যমে জানিয়েছেন, কোর্সটিতে ভালবাসার তাত্ত্বিক দিক ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে।
আন্তশৃঙ্খলা প্রোগ্রামের আওতায় এ কোর্সটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের মাধ্যমে পড়ানো হবে। বিজ্ঞান, মানবিক কিংবা অন্য শাখার যে কেউ চাইলে এ কোর্স নিতে পারবেন।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালবাসার কোর্স

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালবাসার কোর্স

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালবাসার কোর্স
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে 'ভালোবাসার কোর্স' নামে নতুন একটি কোর্স চালু হচ্ছে। আগামী বছরের জানুয়ারি থেকে এ কোর্সটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার গতকাল গণমাধ্যমে জানিয়েছেন, কোর্সটিতে ভালবাসার তাত্ত্বিক দিক ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে।
আন্তশৃঙ্খলা প্রোগ্রামের আওতায় এ কোর্সটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের মাধ্যমে পড়ানো হবে। বিজ্ঞান, মানবিক কিংবা অন্য শাখার যে কেউ চাইলে এ কোর্স নিতে পারবেন।

টমেটো খেলে মেয়েদেরই লাভ বেশি!

টমেটো খেলে মেয়েদেরই লাভ বেশি!

টমেটো খেলে মেয়েদেরই লাভ বেশি!
সূর্যের আলট্রাভায়োলেট (ইউভি) রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচাতে আমাদের চেষ্টার কমতি নেই। কিন্তু ঘরের বাইরে বেরোলে রোদের মুখোমুখি হতে হয়। এজন্য সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। কিন্তু গবেষকরা নতুন তথ্য দিলেন, প্রতিদিন টমেটো খেলে সানস্ক্রিনের সূর্যরশ্মির ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করা সম্ভব।
অবশ্য এই গবেষণায় ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি খুশি হবে কারণ টমেটো খেলে এতে মেয়েরাই বেশি সুফল পাবে।  গবেষণায় বলা হয়েছে, টমেটোর লাল রংয়ে যে লাইকোপেন থাকে তা সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির বিরুদ্ধে ভীষণ কার্যকরী। তাই প্রতিদিন টমেটো খেলে মেয়েদের অটোমেটিক ৩০% সান প্রটেকশন বেড়ে যায়। এছাড়া গবেষকরা টমেটোর বিকল্প হিসেবে তরমুজ ও জাম্বুরা খাওয়ার পরামর্শ দিয়েছেন।

চার মাসের মধ্যে বদলাতে পারে সূর্যের চৌম্বক ক্ষেত্র

বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে সূর্যে ৷সামনের তিন-চার মাসের মধ্যে উল্টে যেতে পারে সূর্যের চৌম্বক ক্ষেত্র ৷ এই ঘটনায় পৃথিবীর আবহাওয়াতেও আসতে পারে পরিবর্তন, এমনটাই মনে করছে সৌরবিজ্ঞানীদের দল ৷ বিজ্ঞানীরা বলেন 'সৌর চক্র' ৷ স্থায়িত্ব ১১ বছর ৷ এই ১১ বছরে সূর্যের মধ্যে দেখা যায় বেশ কিছু পরিবর্তন৷ সৌর কলঙ্কের হ্রাস -বৃদ্ধির মতো বদল হয় সূর্যের চৌম্বক ক্ষেত্রেও৷ বিজ্ঞানীদের দাবি , সাধারণত সৌরচক্রের মাঝামাঝি নক্ষত্রের চৌম্বক ক্ষেত্রের বদল হয়৷ বিজ্ঞানীরা সূর্যের বর্তমান চক্রের নাম দিয়েছেন 'সৌরচক্র ২৪ '৷ ডিসেম্বর-জানুয়ারিতে ঘটতে চলা এই বদল চলতি চক্রের মধ্যবর্তী সময়কেই নির্দিষ্ট করছে৷
১৫ কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের চৌম্বক ক্ষেত্রের এই রদবদলে কি আমরা কোনও ভাবে প্রভাবিত হতে পারি ? জবাবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিল শেরার জানাচ্ছেন , 'অবশ্যই৷' শুধু পৃথিবীই নয় , বহু দূরে থাকা প্লুটোর কক্ষপথ পর্যন্ত এই পরিবর্তনের প্রভাব অনুভব করা যাবে৷ আরেক গবেষক টড হিকসেমা বলছেন, এর ফলে পৃথিবীতে বড় রকমের ঝঞ্ধা, আবহাওয়া বদল হতে পারে৷ কৃত্রিম উপগ্রহের কাজে বিঘ্ন বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াও স্বাভাবিক ঘটনা৷ সাময়িক ভাবে ব্যাহত হতে পারে মোবাইল ফোন পরিষেবাও৷ 

স্ত্রীকে খুনের পর ফেসবুকে ছবি পোস্ট

এবার আত্মসমর্পণের মাধ্যমও ফেসবুক। স্ত্রীকে খুনের পর, তার রক্তাক্ত দেহের ছবি ফেসবুকে পোস্ট করল বছর একত্রিশের এক যুবক। ফেসবুকে আত্মসমর্পণের কথা পোস্ট করার পর, প্রথমে সে নিজের বাবার কাছে যায়। তার পর থানায় গিয়ে নিজের দোষ কবুল করে।
বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে মিয়ামিতে। আর যে যুবকটি স্ত্রীকে খুনের পর ফেসবুকে ছবি পোস্ট করে, সেডেরেক মেদিনা। পেশায় অভিনেতা এবং লেখক। সেই রাতে বউ জেনিফার অলফান্সো (২৬)-র সঙ্গে বচসার সময় সে তাকে ছুরি দেখিয়ে ধমক দিচ্ছিল। এর পরই জেনিফারকে গুলি করে মেদিনা। তার পর ফেসবুকে সেই ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায়, তার স্ত্রীর দেহ রান্নাঘরে পড়ে রয়েছে এবং তার হাত ও মুখে রক্তের ছোপ। সেই ছবির ক্যাপশানে লেখা ছিল, 'রেস্ট ইন পিস জেনিফার'।
ডেরেক নিজের দোষ স্বীকার করে জানায়, সে যা করেছে ঠিক করেছে। জেনিফার ওর সঙ্গে মারধর করত বলে সে এই কাণ্ড ঘটিয়েছে। ফেসবুকে সে পোস্ট করেছে, 'আমি আমার স্ত্রী-র হত্যার জন্য জেলে যাব বা আমার ফাঁসির সাজা হবে। ফেসবুকের সকল বন্ধুর জন্য আমার ভালোবাসা রইল। আমি সকলকেই মনে রাখব। আপনারা আমাকে খবরে দেখতে পাবেন। আমার স্ত্রী আমার সঙ্গে মারধর করত এবং আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই আমি এটা করলাম। আশা করছি আপনারা বুঝবেন।' জেনিফারের হত্যার পর সে নিজের বাবার কাছে যায়। বাবাকে সব কথা বলে। নিজের বাবাকে সে জানায়, জেনিফার ছুরি দেখিয়ে তাকে ধমক দিচ্ছিল। তার পরই সে হত্যা করে।
ডেরেক ক্যামেরার সামনে কবুল করেছে যে, বচসার পর সে জেনিফারকে গুলি করে। এর পর মিয়ামি দক্ষিণের পুলিশ আধিকারিক ডেরেকের বাড়ি গিয়ে সেখান থেকে জেনিফারের মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি এক ১০ বছরের বাচ্চাকেও উদ্ধার করে। এই বাচ্চাটি জেনিফারের প্রথম পক্ষের স্বামীর সন্তান।
সূত্র: ওয়েবসাইট

স্তন ভাড়ার বিজ্ঞাপন

স্তন ভাড়ার বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক:
স্তন ভাড়ার বিজ্ঞাপন
বিজ্ঞাপনটা ব্যতিক্রমী। নিজের স্তন ভাড়া দেয়ার বিজ্ঞাপন তো ব্যতিক্রমীই। আর এই বিজ্ঞাপন দিয়েছেন ফ্রান্সের সিসিলিয়া নামে এক নার্স। মূলত পুরুষ সমকামী দম্পতিদের নবজাতক শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর জন্যই ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।
অনলাইনে দেয়া বিজ্ঞাপনে ২৯ বছর বয়সী ওই নার্স নিজেকে সম্পূর্ণ সুস্থ একজন তরুণী মা বলে দাবি করে লিখেছেন, পুরুষ সমকামী দম্পতিরা তাদের সন্তানদের মাতৃদুগ্ধ পান করাতে পারেন না। কিন্তু শিশুর সুস্থ থাকার জন্য মাতৃদুগ্ধ অপরিহার্য। বুকের দুধ তাদের পরিপূর্ণ পুষ্টি যোগায়। তাই কেউ চাইলেই সন্তানকে দুধ পান করানোর জন্য ঘণ্টায় ২০ ইউরো এবং সাপ্তাহিক ৫০০ ইউরোতে তার স্তন ভাড়া নিতে পারেন।
ইতোমধ্যে সিসিলিয়ার এমন বিজ্ঞাপন নিয়ে আলোচনার ঝড় ওঠেছে ফ্রান্সে। আর তিনি এমন এক সময়ে এই বিজ্ঞাপন দিলেন যখন ফ্রান্স মাত্র কিছুদিন আগে সমকামী বিয়ের স্বীকৃতি দিয়েছে।

ufo pics, images and pictures

 The history of UFO pictures really goes back as far as the time when the cameras became common place. In the early days of ufo research (late 1940's) ufo pictures were all the investigators had as evidence. This was the main stay of the Government BLUE BOOK project that was to determine the official view on UFOs for the next four decades. Within the Blue book files many Ufo pictures were hidden or lost and some were shown as fakes to dispel the growing phenomena.
I believe the most visually interesting pictures to date are the Billy Meier photos taken by a one armed man in Switzerland. Billy over the years has taken many hundreds of Ufo pictures and video, some showing ufos up close and personal. Also some show more than one ufo in flight at the time of the photo - its very debatable whether these are real or not - to me they remain a dubious unknown. You wont find any here though we were advised not to show any by the Agent of Bill Meier.
Ufo photos as evidence had a resurgence in 1989 when ED Walters from Gulf Breeze, Florida took many pictures up close and in full colour on Polaroid's of a ufo that was seen in the local area.
Since this time many hundreds of ufo pictures are still taken every year, but in evidence terms have generally been replaced by the video camera as a form of evidence gathering.


'Chennai Express' beats 'Ek Tha Tiger' on day one, earns Rs. 33 crore

'Chennai Express' beats 'Ek Tha Tiger' on day one, earns Rs. 33 crore



'Chennai Express' beats 'Ek Tha Tiger' on day one, earns Rs. 33 crore
Chennai Express More Pics

RELATED

Loading
Bollywood superstar Shah Rukh Khan is a happy man. His 'Chennai Express' has collected a decent average of Rs. 33.12 crore on the first day its opening. This means that SRK-Deepika starrer 'Chennai Express' has moved ahead of Salman Khan's 'Ek Tha Tiger' that earned Rs. 31.25 crore on day.

Figures collected from trade analyst Taran Adarsh and social media sites reveal that Rohit Shetty's directorial venture did wonders in box-office by making a record collection of Rs. 6.75 crore from paid previews across India. What is interesting to note is that this romantic-comedy flick has also beaten paid-preview collections of 3 Idiots at Rs. 2.7 crore.

Chennai Express has opened in approximately 3500 screens across the country on August 9. It benefited from the Eid holiday as people went to watch the movie in large number.