Monday, 12 August 2013

আত্মপ্রকাশ করল সার্চ ইঞ্জিন হালালগুগলিং

আত্মপ্রকাশ করল সার্চ ইঞ্জিন হালালগুগলিং

অনলাইন ডেস্ক :
বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামিক ইন্টারনেট স্কলারের সম্মিলিত প্রচেষ্টার ফসল হালালগুগলিং। নামটি রাখা হয়েছে জায়ান্ট গুগল’র সঙ্গে মিল রেখে। ইসলামি শরিয়াহ পরিপন্থী তথ্য বয়কট করে নতুন এই সার্চ ইঞ্জিনটি চালু হয়েছে । 
গত ৭ জুলাই থেকে সাইটটির বেটা সংস্করণ চালু করা হয়েছে। আর সার্চ ইঞ্জিনটি পরিচালনা করা হচ্ছে পাকিস্তান থেকে। 
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়েছে। 
হালাল গুগলিং ব্লগ’র পক্ষ থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শীর্ষ দুই সার্চ ইঞ্জিন গুগল ও মাইক্রোসফটের বিংয়ের সেবার সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। ফলে এ সার্চ ইঞ্জিনের মাধ্যমে একজন ব্যবহারকারী দুটি সার্চ ইঞ্জিনের প্রায় সব সেবাই নিতে পারবেন। তবে ইসলামি শরিয়াহ নিষিদ্ধ কোনো তথ্য দেখাবে না হালালগুগলিং।

0 comments:

Post a Comment