উইন্ডোজ এক্সপি-কে বিদায় দিল মাইক্রোসফট
অনলাইন ডেস্ক:
কম্পিউটিং জগতে একচ্ছত্র রাজত্বকারী অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি বন্ধ হতে চলেছে। ২০১৪ সালের ৮ এপ্রিলের পর মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির সবধরণের আপডেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সিকিউরিটি প্যাচ ফাইল, সিকিউরিটি আপডেট সিস্টেম, নন সিকিউরিটি হট ফিক্স সহ সব ধরণের ফাইল আপডেট বন্ধ হয়ে যাবে।বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত উইন্ডোজ এক্সপি বন্ধ করার মাইক্রোসফটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হবে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের। কোটি কোটি সাধারণ ব্যবহারকারী ছাড়াও সরকারি -বেসরকারি অফিস, ব্যাংক ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে যারা উইন্ডোজ এক্সপি নির্ভর কম্পিউটিং করছে। আপডেট বন্ধ হওয়া মাত্রই উইন্ডোজ হ্যাকারদের কাছে ছেলেখেলা অপারেটিং সিস্টেমে পরিণত হওয়ার আশঙ্কা করছেন বিশেষঙ্গরা।এখন পর্যন্ত উইন্ডোজের বহু আপডেটেড ভার্সন এসেছে। সর্বশেষ এসেছে উইন্ডোজ ৮ সংস্করণ ছাড়ে মাইক্রোসফট।
0 comments:
Post a Comment