মোবাইল বনাম নিত্যনতুন ভাইরাস
মোবাইল ভাইরাস : মোবাইল ভাইরাস কম্পিউটার ভাইরাসের মতোই একটি প্রোগ্রাম। প্রথমে এটি কোনো মোবাইল ফোনে প্রবেশ করে। যা ক্রমেই অন্য মোবাইলে নিজেকে কপি করে ছড়াতে থাকে। আর এই ছড়ানোর ক্ষেত্রে কখনোবা এমএমএস, এসএমএস অন্য কোনো ফাইলের মাধ্যমে ছড়াতে পারে। তবে আশার বিষয় হচ্ছে, কম্পিউটারের মতো মোবাইল ভাইরাস ব্যাপকভাবে বিস্তৃত হয়নি।
এ ভাইরাসে ক্ষতির ধরন : মোবাইলের ফোনবুকের সব কন্ট্রাক্ট নম্বর, ক্যালেন্ডার, অ্যাপয়েনমেন্ট ইত্যাদি প্রয়োজনীয় ডাটা ডিলিট করে দিতে পারে মোবাইল ভাইরাস। আবার কখনো ফোনবুকে থাকা অন্যান্য নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস বা এমএমএস পাঠায়। এমনকি যার মাধ্যমে ভাইরাস অন্য মোবাইলেও স্থানান্তর হতে পারে। আবার দেখা যায়, মোবাইলের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিলিট বা অকার্যকর করে দেয়।
যেসব মোবাইল আক্রান্ত হয় : ২০০৪ সালে প্রথম মোবাইল ভাইরাস আক্রমণের কথা জানা যায়। এ পর্যন্ত যেসব ভাইরাস শনাক্ত করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, উইন্ডোজভিত্তিক অপারেটিং সিস্টেমে চালিত ফোনগুলোই আক্রমণের শিকার। এর মধ্যে সিমবিয়ান সিরিজের অপারেটিং সিস্টেম ব্যবহৃত মোবাইল ফোন। যেমন- সিমবিয়ান অথবা সিমবিয়ান সিরিজ ৬০ ফোনগুলোই বেশি আক্রান্ত হয়েছে। তবে যেসব সেট শুধু কল রিসিভ কিংবা কল করার কাজে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো ঝুঁকিমুক্ত। অর্থাৎ সাধারণ বা হালকা মানের সেটগুলো ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত।
িবর্তমানে ব্যাপকভাবে মোবাইল ইন্টারনেট ব্যবহার এবং বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড ও আদান-প্রদান করা হয়। সরাসরি মোবাইল বা মোবাইল ব্যবহার করে কম্পিউটারে ডাউনলোড করলেও ভাইরাস মোবাইলে আক্রমণ করতে পারে। িভাইরাস আক্রান্ত কোনো মোবাইল থেকে ব্লু-টুথের মাধ্যমে অন্য ফোনেও ছড়াতে সক্ষম। এই পদ্ধতিতে ভাইরাস ফোনে বায়ুবাহিত জৈবিক ভাইরাসের মতোই ছড়াতে পারে।
প্রতিরোধের উপায় : মোবাইলের ফাইল ফরম্যাট সম্পর্কে ভালোভাবে না জানার কারণে কোনটি কি ধরনের ফাইল তা জানা মুশকিল। তাই কোনো ফাইল সম্পর্কে সামান্য সন্দেহ হলে সে ফাইল না খোলাই ভালো।
ি অপ্রয়োজনে ব্লু-টুথ অপশন বন্ধ রাখা ভালো। এতে আপনার অজান্তে অন্য কোনো ডিভাইস থেকে ভাইরাস আসতে পারবে না। এছাড়াও ব্লু-টুথের মাধ্যমে অন্য ডিভাইস থেকে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ি সিকিউরিটি আপডেট চেক করার মাধ্যমে ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। ি এছাড়া কিছু সিকিউরিটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই মোবাইল অ্যান্টিভাইরাস বাজারে ছেড়েছে যা খুবই কার্যকর।






0 comments:
Post a Comment