Monday, 12 August 2013

ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স

ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স 
ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স
অনলাইন ডেস্ক:
ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসরে দুর্দান্ত গ্রাফিক্স
পারসোনাল কম্পিউটিংকে নতুন গতি এনে দেবে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। সাধারণ ব্যবহারকারীদের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদাগুলোকে প্রাধান্য দিয়ে এসেছে যুগান্তকারী গ্রাফিক্স সুবিধা।
৪র্থ প্রজন্ম কোর প্রসেসর একসাথে কম্পিউটার-এর কর্মক্ষমতা বিষ্ময়কর ভাবে বৃদ্ধি করে যুক্ত করেছে ট্যাবলেট মোবিলিটি, ইন্টেল টু-ইন-ওয়ান ডিভাইস প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণসব পরিবর্তন। এছাড়া  অল ইন ওয়ান পিসি-র দীর্ঘতম ব্যাটারি লাইফ এবং সহজে বহনযোগ্যতা এটি নিশ্চিত করেছে।
সর্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ৪র্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর পূর্বের প্রসেসর গুলোর থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেশি কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর প্রসেসরটি পারসোনাল কম্পিউটার-এর প্রথম চীপ যা নতুন ফর্ম ফ্যাক্টর এবং টু-ইন-ওয়ান ডিজাইন এর মধ্যে এসেছে । তাছাড়া ইন্টেল আইরিস গ্রাফিক্স পূর্বের প্রজন্মগুলোর চেয়ে দ্বিগুন গ্রাফিক্স কর্মক্ষমতা সম্পন্ন। আমাদের দেশে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সাধারণ ব্যবহারকারীদের কাছে সহজেই জনপ্রিয় হবে বলে টেক বিশেষঙ্গদের ধারণা। 

0 comments:

Post a Comment