Saturday, 10 August 2013

শাড়ি হালকা ব্লাউজ বাহারি

শাড়ি হালকা ব্লাউজ বাহারি

Untitled-1
বাজার ঘুরে মনে হতে পারে, শাড়ির কেনাকাটা এখনো ঠিক জমে ওঠেনি। তবে অপেক্ষা করলে পস্তাবেন। কারণ, শুধু শাড়ি কিনলেই তো চলবে না; এর সঙ্গে চাই গয়না, ব্যাগ আর অবশ্যই মনের মতো একটা ব্লাউজ। ঈদ পড়েছে গরমে, শাড়ির মধ্যে তাই সুতির কদরই বেশি। এমনকি রাতের দাওয়াতেও এবার চলবে সুতি শাড়ি—ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করেন এমনই। মানানসই ব্লাউজ তো হবেই, সেই ব্লাউজ কিন্তু এবার শাড়ির রঙে মিলিয়ে পরলে চলবে না। বরং যত উজ্জ্বল রং আর বাহারি নকশা যোগ করতে পারেন তাতে, ততই জমবে।
Untitled-11এবার শাড়ির ফ্যাশন নিয়ে যতটা আলোচনা, তার চেয়ে বেশি যেন ব্লাউজ নিয়ে। আর বৈচিত্র্যও অনেক। Untitled-12টাঙ্গাইল শাড়ি কুটিরের পরিচালক মনিরা এমদাদ জানালেন, তাঁদের সংগ্রহে আছে অনেক ধরনের শাড়ি—জামদানি, তাঁত, অ্যান্ডি, কাতান, সিল্ক। সব রকম শাড়ির নির্দিষ্ট গ্রাহকশ্রেণী তো আছেই। তবে সুতি এবার চলছে ভালো। এ ছাড়া খাদি শাড়িও অনেকে কিনছেন।
সকালে পরার জন্য সাদামাটা চিকন পাড়ওয়ালা খাদি শাড়ি হতে পারে বেশ আরামদায়ক। বয়স্কদের পরার জন্য আরামদায়ক শাড়ির সংগ্রহও আছে। জামদানি শাড়ির তো চিরন্তন চাহিদা আছেই। এ ছাড়া এবার প্রাকৃতিক রঙে রাঙানো শাড়িও ভালো চলছে। এটিও জামদানির মতোই বেশ রুচিশীল। সুতির ওপর প্রাকৃতিক রং করা শাড়ি যেমন আছে, রাতের দাওয়াতে পরার জন্য অ্যান্ডি সিল্কের ওপর প্রাকৃতিক রঙের শাড়িও বেছে নিতে পারবেন। রাতে আরও পরতে পারেন মিরপুরের নানা রকম শাড়ি। কাতান, জর্জেট, অ্যান্ডি এসবও আছে। বলেন মনিরা এমদাদ।
Untitled-13এবার দিনের বেলায় পরার জন্য বেছে নিতে পারেন মিষ্টি রঙের কোনো শাড়ি, হালকা কমলা, ঘিয়া, পেস্তা—এই রংগুলো এমন গরমে বেশ ভালো লাগবে। আর রাতে উজ্জ্বল রং তো পরবেনই। মনিরা এমদাদ মনে করেন, এবার যেকোনো শাড়িতেই ম্যাজেন্টা রঙের ব্যবহার বেশি দেখা যাচ্ছে।Untitled-14বাজার ঘুরে দেখা গেল, চিকন পাড়ের ব্যবহার শাড়িতে বেশ হচ্ছে। বছর কয়েক আগে যেমন দেখা যেত শাড়ির জমিন আর কুচিতে ভিন্ন নকশা, সেই ধারা অনুযায়ী কোনো কোনো ফ্যাশন হাউস শাড়ির নকশা করেছে। জমিনে একটাই রং আর পাড় তার বিপরীত—এমন শাড়িই বেশি দেখা যাচ্ছে। আর শাড়িজুড়ে ঠাসা নকশা নয়, বরং ছোট ছোট মোটিফের হালকা নকশাই চলছে। সুতি শাড়িতে কাতান পাড় বসিয়েও নকশা করা হচ্ছে। মেশিন এমব্রয়ডারির ব্যবহার বেশি।ফ্যাশন ডিজাইনার রাকিব খান জানালেন ব্লাউজের ফ্যাশন নিয়ে। শাড়ির সঙ্গে মিলিয়ে যে ব্লাউজের কাপড় থাকে, সেটার কথা এবার ভুলেই যেতে পারেন। এমন দু-একটা ব্লাউজ বানিয়ে নিন, যা আপনার সংগ্রহের বেশ কয়েকটি শাড়ির সঙ্গেই পরতে পারবেন। আর একটু চড়া উজ্জ্বল রংই বেছে নিন ব্লাউজের জন্য। তাতে থাকতে পারে ঘণ্টা, বল, ঝালরের নকশা। পেছনে ফিতা দেওয়া ব্লাউজও এবার বেশ চলছে। ব্লাউজের রংটা এমনকি শাড়িতে একদমই না থাকলেও চলবে, এ ক্ষেত্রে ভরসা করুন নিজের রুচির ওপরই। দেখে যদি মনে হয় আপনার শাড়ির সঙ্গে মানাচ্ছে, তবে অবশ্যই পরতে পারেন সেই রঙের ব্লাউজ। আর ব্লাউজের হাতা এবার একটু লম্বাই হবে। কনুই পর্যন্ত বা ফুলহাতার ব্লাউজ এবার চলছে। পাশাপাশি স্লিভলেসও দেখা যাচ্ছে। ভেলভেট, নেট বা অ্যান্ডি সিল্ক কাপড় ব্যবহার করে ব্লাউজ বানাতে পারেন। তাতে সুতি শাড়ির সঙ্গে পরলে বেশ জমকালো ভাব আসবে। ব্লাউজেও ব্যবহার করতে পারেন কন্ট্রাস্ট রঙের লেস। চাপা ফিটিংয়ের ব্লাউজই এবার চলবে। এ ক্ষেত্রে হাতার ফিটিংটা ঠিকমতো হচ্ছে কি না, দেখে নিন।খাদি শাড়ির দাম শুরু হবে এক হাজার ২০০ টাকা থেকে। ভালো জামদানি কিনতে পাঁচ হাজার টাকার বেশি বাজেট রাখুন। আর ফ্যাশন হাউসগুলো থেকে অ্যান্ডি সিল্কের শাড়ি কিনতে হলে দাম শুরু হতে পারে তিন হাজার টাকা থেকে। ভালো কাতান শাড়ি পেতে চাইলে চার হাজার টাকার বেশি লাগতে পারে। সুতি শাড়ি এক হাজার টাকার নিচেও পাবেন। তবে নকশার বৈচিত্র্য অনুযায়ী চার হাজার ৫০০ টাকা পর্যন্ত দাম পড়তে পারে।Untitled-15

0 comments:

Post a Comment