Saturday, 10 August 2013

বউকে ফাঁকি দিয়ে ৬ বছরের সংসার!

বউকে ফাঁকি দিয়ে ৬ বছরের সংসার!

বউকে ফাঁকি দিয়ে ৬ বছরের সংসার!
বউকে ফাঁকি দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভবই বলে মনে করেন জিমা। অন্তত পশ্চিমাবিশ্বে এমন সম্পর্ক গোপন রাখা প্রায় অসম্ভবই বলা যায়। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস তার স্বামীই তাকে ফাঁকি দিয়ে আরেকটা সংসার করে আসছে ৬ বছরেরও বেশি সময় ধরে!
জিমার এই প্রতারক স্বামীর নাম কাই। ঘটনার সূত্রপাত একটি 'ফাদারস ডে' শুভেচ্ছা কার্ড থেকে। কার্ডটি কোথা থেকে এলো সেটা প্রথমে অনেক ভেবেও বের করতে পারেননি তিনি। স্বামীকে জিঙ্গেস করতেই বলেছিল, এটা তার বন্ধুর। তারপর বহুদিন কেটে গেল। জিমাও সব ভুলতে বসেছিলেন। কিন্তু স্বামী প্রতি সাপ্তাহিক বন্ধে কোথায় যায় সেটা খুজতেই বেরিয়ে এলো সব। জানা গেল স্বামীর আরেকটি সংসার আছে, সেখানে দুটি সন্তানও আছে তার!
জিমা মোটামুটি হতভম্ব হয়ে গেলেন তার স্বামীর এমন রূপ দেখতে পেয়ে। স্বামী কাইয়ের কাছে এসবের কোন সদুত্তর ছিল না। তারপরও নিজেদের সন্তাদের  ভবিষ্যতের দিকে তাকিয়ে সংসার চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিমা

0 comments:

Post a Comment