Monday, 12 August 2013

১০ সেপ্টেম্বরেই আইফোন ৬ আসছে !

আইফোন ভক্তরা নিশ্চয়ই খুশি হবেন এই খবরে। নতুন আইফোনের আত্মপ্রকাশের জন্য অ্যাপল চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে।
খুব অল্প সময়ের ব্যবধানে আইফোন ৬ বাজারে আসায় ক্রেতাদের কেমন সাড়া মিলবে সেটা নিয়ে ইতোমধ্যেই বেশ আলাপ জমে ওঠেছে আইফোন আর স্মার্টফোনের বাজারে।  নতুন আইফোনের চমক থাকবে এটার বাহারি রঙ আর স্বল্পমূল্যে।
যদিও অ্যাপল কর্তৃপক্ষ নতুন আইফোনের দাম আর বিপণন নিয়ে অফিসিয়ালি কোন বক্তব্য দেয়নি তবে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে আগামী ১০ সেপ্টেম্বরে বাজারে নতুন আইফোন পাওয়া যাবে!

0 comments:

Post a Comment