পরতে আরাম পাঞ্জাবি
ঈদের দিন সকালে ছেলেদের সাজ মানেই পাঞ্জাবি। আর তাই নতুন পোশাকের মধ্যে পাঞ্জাবি থাকা চাই। শুধু সকালে নয়, আজকাল ঈদের দিন সন্ধ্যা বা রাতের পার্টিতেও পাঞ্জাবি পরেন ছেলেরা। তবে এবারও নানা ধরনের পাঞ্জাবি নিয়ে এসেছে ফ্যাশন হাউসগুলো। কাটছাঁট, রং আর বৈচিত্র্যে এসব পাঞ্জাবিতে আছে নতুনত্বের ছোঁয়া। ফ্যাশন হাউস ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান বলেন, ‘ঈদ পড়েছে গরমে। তাই পাঞ্জাবিটা হওয়া চাই আরামের। এবার ঈদ সংগ্রহে পাঞ্জাবিতে আমরা প্রাধান্য দিয়েছি বিভিন্ন ধরনের সুতি কাপড়ের। তাতে নানা ধরনের কাজ করা হয়েছে। পাঞ্জাবি তৈরির সময় এর নকশায় আনা হয়েছে নতুনত্ব। গলা, কলার, হাতা বা বুকের সামনে আছে নানা ধরনের নকশা।’
ঈদ চলতি
পাঞ্জাবির দরদাম
কাটছাঁটে স্পেশাল পাঞ্জাবির দাম নির্ভর করবে এর কারুকাজের ওপর। ভারী কারুকাজের পাঞ্জাবির মধ্যে লম্বা কাটের পাঞ্জাবির দাম পড়বে এক হাজার ৮০০ থেকে আট হাজার টাকা। এ ছাড়া টিউনফিট পাঞ্জাবির দাম পড়বে এক হাজার ৬০০ থেকে ছয় হাজার টাকা। শর্ট বা থ্রি-কোয়ার্টার হাতাযুক্ত পাঞ্জাবি কিনতে চাইলে দাম পড়বে পাঁচ হাজার টাকার মতো।
যেখানে পাবেন
বিভিন্ন দোকানে পাবেন আপনার পছন্দের অভিজাত পাঞ্জাবি। রাজধানীর দোকানগুলোর মধ্যে আছে দেশী দশ, ওটু, লুবনান, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, মান্যবর, ইয়েলো, মনসুন রেইন, ক্যাটস আই, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট। এ ছাড়া রাজধানীর এলিফ্যান্ট রোডের বিভিন্ন দোকানে কিনতে পারেন পাঞ্জাবি।






0 comments:
Post a Comment