বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের সবচেয়ে বেশি মাথা ব্যথা ইন্টারনেট স্পিড বা ডাটা ট্রান্সফার রেট নিয়ে। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ইন্টারনেট স্পিড অনেক কম। অভিযোগ থেকে ব্যাবহারকারীদের এখন বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।
অবশ্য গ্রাহকদের উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে ভারতীয় এয়ারটেল বাংলাদেশকে শিগগিরই একটি আন্তর্জাতিক ফাইবার অপটিক ক্যাবলে যুক্ত করতে যাচ্ছে। এই অপটিক ক্যাবলে যুক্ত হওয়া মাত্রই বাংলাদেশে থার্ড জেনারেশন বা থ্রিজি সেবা চালুর পর ইন্টারনেটে তথ্যের আদানপ্রদান বেড়ে যাবে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ একটি মাত্র ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে ইন্টারনেটে সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। তাই ইন্টারনেটের গতি ও সংযোগে সমস্যা হয়।







0 comments:
Post a Comment