Saturday, 10 August 2013

জমকালো জুতা বাহারি ব্যাগ

জমকালো জুতা বাহারি ব্যাগ


Untitled-42
Untitled-43হালফ্যাশনের ঈদের পোশাকের সঙ্গে জুতা-ব্যাগ যদি মানানসই না হয়, তাহলে কি আর ঈদ জমে? পোশাক কেনাকাটা যাঁরা এর মধ্যেই শেষ করেছেন, তাঁদের জন্য রইল জুতা-ব্যাগের বাজারের তরতাজা খবর। জুতার খোঁজ করার আগে আরও একবার চোখ বুলিয়ে নিন আপনার ঈদের পোশাকটিতে। কথায় আছে, পোশাকে ফোটে ব্যক্তিত্ব, আর জুতা-ব্যাগে আভিজাত্য।অ্যাপেক্সের ব্র্যান্ড নির্বাহী ইয়াশনা চৌধুরী বলেন, ‘ফ্যাশনের কিছু নিয়ম তো আছেই, যেখানে একটি অনুষঙ্গের সঙ্গে থাকে অন্য একটি অনুষঙ্গের সখ্য। যেমনটি জুতা আর ব্যাগ। পোশাকের সঙ্গে তাই হতে হবে এ দুইয়ের সখ্য। ফ্যাশনের এই দিককে মাথায় রেখে তাই করা হয়েছে এবারের ঈদে অ্যাপেক্সের হালফ্যাশনের জুতা-ব্যাগের সংগ্রহ।’ এবারের জুতা-ব্যাগের চলটা অবশ্য দেশি-পাশ্চাত্য, দুটো মিলিয়েই। দেশি ফ্যাশন হাউসগুলোয় চামড়ার তৈরি জুতা-ব্যাগের কদর এবার বেশি। চামড়ার ওপর সুতার কাজ, কাঠ, পুঁতি, এমব্রয়ডারি, ধাতব নকশার জুতা চোখে পড়েছে। নকশার পাশাপাশি জুতার রং ও কাটে দেখা গেছে বৈচিত্র্য। নাগরা, কোলাপুরি চটি জুতায়ও কেউ কেউ খুঁজে নিচ্ছেন আরাম। আড়ং, অঞ্জনস ও যাত্রার শাখাগুলোয় এ জন্য ঘুরে যেতে পারেন। আড়ংয়ে জুতা পাবেন ৮০০ থেকে ২০০০ টাকায়। অঞ্জনসে জুতা পাবেন ৭৫০ থেকে এক হাজার ২৫০ টাকায়। দেশীয় মোটিফে তৈরি ব্যাগগুলোও খোঁজ করে দেখতে পারেন দেশীয় ফ্যাশন হাউসগুলোয়। আড়ংয়ে পাবেন ছোট-বড় বিভিন্ন আকৃতির ব্যাগ। হলুদ, সবুজ, গোলাপি ও লালের মতো বাহারি রঙের চামড়ার ব্যাগ এবার এনেছে আড়ং। রয়েছে কাপড়ের তৈরি বটুয়া ও ছোট-বড় ক্লাচ ব্যাগ। এগুলোর দাম পড়বে ৩৫০ থেকে ৭৫০ টাকা। আড়ং, যাত্রা ও দেশী দশে পাবেন ঝোলার মতো দেখতে হালফ্যাশনের ব্যাগ। দাম পড়বে এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। অঞ্জনসে পাবেন বিভিন্ন আকৃতির রঙিন ক্লাচ ব্যাগ। কাঠের কারুকাজময় হাতল ব্যাগও পাবেন এখানে। দাম পড়বে ৩৮০ থেকে ৫৫০ টাকা।
Untitled-44
পাশ্চাত্য ঘরানার জুতা-ব্যাগের জন্য ঘুরে আসতে পারেন অ্যাপেক্স ও বাটার শাখাগুলোয়। এখানে পাবেন ব্লক হিল, পাম্প শু, পেনসিল হিল, চটি জুতা ও লেইস শুর পাশাপাশি রঙিন ফুল, গ্লিটার ও পাথর বসানো জমকালো জুতা। এর রং ও নকশার সঙ্গে মিল রেখে পাবেন ক্লাচ ও পার্টি ব্যাগও। অ্যাপেক্সে জুতা পাবেন ৩৬০ থেকে তিন হাজার ২০০ টাকায়। ব্যাগ পাবেন এক হাজার ৬৫০ থেকে পাঁচ হাজার ৯০০ টাকায়।Untitled-45 ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা-ব্যাগ কিনতে চলে আসতে পারেন গুলশান-১-এর অটবি ক্লজেটে। জমকালো পার্টি ও রঙিন চটি জুতার জন্য আসতে পারেন গুলশান-১-এর লা মোডে। চাইলে ঘরে বসে ফেসবুকে ফরমাশ দিতে পারেন। সব বয়সী মেয়েদের নকশা জুতা ও ব্যাগ পাবেন এনা লা মোডের বসুন্ধরা সিটি ও পিংক সিটির শাখায়। এ ছাড়া রাপা প্লাজা, মেট্রো শপিং মল, অরচার্ড পয়েন্ট, সীমান্ত স্কয়ার, নিউমার্কেট ও গাউসিয়ায় পেয়ে যেতে পারেন আপনার জন্য মানানসই জুতা-ব্যাগ।Untitled-46

লক্ষ রাখুন
l লম্বা কামিজ ও শাড়ির সঙ্গে উঁচু হিল জুতা বেশি মানানসই। প্রয়োজনে প্ল্যাটফর্ম হিল পরতে পারেন। এর সঙ্গে দেশীয় মোটিফের ব্যাগ ভালো মানাবে।

l পাশ্চাত্য পোশাকের সঙ্গে চটি জুতা ও ফিতাদার কিংবা পেছনে চেইন দেওয়া চটি জুতা এবং বড় ঝোলা ব্যাগ বেছে নিতে পারেন।

0 comments:

Post a Comment