Monday, 12 August 2013

নীল গ্রহে কাচ-বৃষ্টি

এবার কাচ-বৃষ্টি হয় এমন একটি নীল গ্রহ খুঁজে পেল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। হাবল টেলিস্কোপ ব্যবহার করে পৃথিবীর মতো গাঢ় নীল বর্ণের এ গ্রহটির নাম দেয়া হয়েছে এইচডি ১৮৯৭৩৩ বি।
পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরের এ গ্রহটি মূলত গ্যাসীয় দানব গ্রহ। তাপমাত্রার আধিক্যের কারণে এই গ্রহে কাচ-বৃষ্টি হয় বলে জানিয়েছে গবেষকরা। কাচ-বৃষ্টির কাচের ওপর আলোর প্রতিফলনের কারণে পুরো গ্রহকেই গাঢ় নীল মনে হয়।
গবেষক ব্রুস ফেগলি হাফিংটন পোস্টকে এ বিষয়ে জানিয়েছেন, পৃথিবীর তুলনায় অন্যান্য গ্রহপৃষ্ঠ ও বায়ুমণ্ডল অত্যন্ত উত্তপ্ত থাকে। সেখানকার আগ্নেয়গিরি থেকে নির্গত ধাতব যৌগ বায়ুমণ্ডলের শীতল অঞ্চলে ঘনীভূত হয় এবং ভূপৃষ্ঠের ওপর তুষারের মতো পড়তে থাকে।
অন্যান্য গ্রহে এর আগে তুষারের মত বৃষ্টি উড়ার কথা শোনা গেলেও এবারই প্রথম কাচ-বৃষ্টির কথা জানা গেল।

0 comments:

Post a Comment