Saturday, 10 August 2013

বর্ষার পোশাক

21কে ক্র্যাফটনীল রঙের প্রাধান্যে তৈরি পোশাক দিয়ে কে ক্র্যাফট এনেছে তাদের বর্ষা সংগ্রহ ‘পাগলা হাওয়ার বাদল দিনে’। ছেলে, মেয়ে ও শিশুদের পোশাকের সঙ্গে থাকছে ঘর সাজানোর নানা পণ্যও।

23বিবিয়ানা‘বর্ষায় নীল’ শিরোনামে নতুন পোশাকের সংগ্রহ এনেছে বিবিয়ানা। সুতি ও হাফসিল্ক কাপড়ে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ও হাতের কাজের নকশা করা হয়েছে এতে। শাড়ি, সালোয়ার-কামিজ, স্কার্ট-টপ, ফতুয়া, কুর্তা থাকছে এই সংগ্রহে।

22মুমু মারিয়া
লাল, নীল, বেগুনি, গোলাপি রঙের প্রাধান্যে বর্ষা ঋতুর পোশাক এনেছে মুমু মারিয়া। ঢাকার বনানী ব্লক-কে, ২৭ নম্বর সড়কে তাদের বিক্রয়কেন্দ্র আছে।

0 comments:

Post a Comment