Monday, 12 August 2013

নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না

নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না
নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না। মিডিয়াতে টিকতে হলে নিজেকে নগ্ন করতেই হবে। ছবিতে নগ্নদৃশ্যে অভিনয় করে অনেকেই সফল হয়েছেন। আমিও সে পথেই হাঁটতে চাই। তাছাড়া নগ্ন হওয়ার মধ্যে আমি খারাপ কিছু দেখি না বলে মন্তব্য করেন শার্লিন চোপড়া।
ইতোপূর্বে প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে সমালোচিত হয়েছিলেন শার্লিন চোপড়া। তবে 'কামসূত্র থ্রিডি' ছবিতে নিজেকে আরও নগ্ন ভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করে আলোচনার শীর্ষে চলে আসেন শার্লিন। তার এই নগ্নতার বৈধতা দেয়ার জন্য এমন বক্তব্য দেন তিনি।

তবে সমালোকরা মনে করেন, শার্লিনের এমন বক্তব্য নতুন কিছু নয়। সে কাউকে তোয়াক্কা করেনা। নিজের স্বার্থে সব কিছু সে করতে পারে। তবে তার এমন বক্তব্যে আলাদা কোন উদ্দেশ্য আছে।

0 comments:

Post a Comment