Friday, 9 August 2013

বাজারে নতুন সাশ্রয়ী মুঠোফোন

এবারের ঈদ-বাজারে তরুণ বা মাঝবয়সী নানা পেশাজীবী মানুষের সবচেয়ে বেশি আগ্রহ ছিল নতুন মুঠোফোনে। বিভিন্ন পেশাজীবী মানুষ তাঁদের বাজেট অনুসারেই মুঠোফোন কেনেন। হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোনের ক্ষেত্রে বাজারে রয়েছে স্যামসাং, নকিয়া, অ্যাপল, সনি ও এইচটিসির বিভিন্ন মডেল মিড রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোনের ক্ষেত্রে রয়েছে স্যামসাং, নকিয়া, সিম্ফনি আর লো এন্ড বা সাশ্রয়ী দামের স্মার্টফোনের ক্ষেত্রে বাজারে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড। মিরপুরের শাহ আলী মার্কেটে থেকে চার হাজার টাকার মধ্যে একটি মুঠোফোন কিনেছিলেন ভ্যানচালক লাল মিয়া। মুঠোফোন কেনা প্রসঙ্গে লাল মিয়া জানান, তাঁর মুঠোফোনে দুই সিম সমর্থন করে, ভিডিও দেখা যায়, দারুণ ছবি তোলা যায় আর তাঁর ভাষায় ‘‘হেভি সাউন্ড’’।’ মূলত ভিডিও গান দেখার জন্যই তিনি এ মোবাইল ফোনটি কিনেছেন। এ ছাড়া তাঁর কাছে সাশ্রয়ী দামের নকিয়ার একটি মুঠোফোনও আছে। চলতি বছরের শুরু থেকে দেশের স্মার্টফোন বাজার রমরমা। দেশের বাজারে রয়েছে পরিচিত, অপরিচিত নানা ব্র্যান্ডের মোবাইল ফোন। 
সম্প্রতি বাজারে আসা কয়েকটি ব্র্যান্ডের সাশ্রয়ী স্মার্টফোন
সিম্ফনি
সিম্ফনির ডব্লিউ ৩৫ মডেলের নতুন স্মার্টফোন বাজারে এসেছে। অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণ অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনে রয়েছে ৩.৫ ইঞ্চি পর্দা,  এক গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, থ্রিজি প্রযুক্তি, ওয়াইফাই ও ব্লুটুথ ইত্যাদি। দাম ছয় হাজার ২৯০ টাকা।
walton primo
ওয়ালটন
ওয়ালটনের প্রিমো এক্স-২ মডেলের নতুন স্মার্টফোন বাজারে এসেছে। প্রিমো এক্স সিরিজের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.১ সংস্করণের অপারেটিং সিস্টেম, কোয়াডকোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট রম, ৫ ইঞ্চি আলট্রা ফুল এইচডি পর্দা, পেছনে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা, সামনের দিকে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। থ্রিজি ভিডিও কলিং সুবিধাসহ নতুন স্মার্টফোনটি ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।
ম্যাক্সিস 
maxis t25
নতুন তিনটি স্মার্টফোন বাজারে এনেছে ম্যাক্সিস মোবাইল। থ্রি-জি প্রযুক্তির টি-২৫ ট্যাবলেট টু-জি প্রযুক্তির টি-১০ ও ডব্লিউ-১২৫ মডেলের এই স্মার্টফোনগুলো বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরের মোবাইল ফোন বাজারে পাওয়া যাচ্ছে। টি-২৫ অ্যান্টাসিড মডেলটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণ, ৭ ইঞ্চি পর্দা, ২.০ এমপি ভিডিও কলিং ক্যামেরা, অটো ফোকাস ক্যামেরা ইত্যাদি। দাম ১০ হাজার টাকা। এ ছাড়া টি-১০ মডেলের স্মার্টফোনে রয়েছে এক গিগাহার্টজ প্রসেসর, অ্যানড্রয়েড ৪.০ সংস্করণ, ৪.৫ ইঞ্চি এইচডি পর্দা ইত্যাদি। দাম ছয় হাজার  ৭০০ টাকা। ডব্লিউ-১১৫ স্মার্ট স্মার্টফোনটিতে রয়েছে দুই সিম সুবিধা, ১ গিগাহার্টজ প্রসেসর, অ্যান্ড্রয়েড ৪ সংস্করণ, ৫ ইঞ্চি পর্দা ইত্যাদি। দাম সাত হাজার ৫০০ টাকা।

মাইক্রোম্যাক্স
123519-micromax
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘ক্যানভাস’-এ  রয়েছে এক দশমিক দুই গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, আট মেগাপিক্সেলের ক্যামেরা, চার গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা ও ৩২ গিগাবাইট মাইক্রোসএসডি কার্ড ব্যবহারের সুবিধা। দাম ২০ হাজার টাকা।

নকিয়া
উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম-নির্ভর নকিয়ার নতুন একটি স্মার্টফোন লুমিয়া সিরিজের ‘লুমিয়া ৬২০’। লুমিয়ার ৬২০ মডেলটিতে রয়েছে ৩.৮ ইঞ্চি মাপের ডিসপ্লে, পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনের দিকে ভিজিএ ক্যামেরা। পাশাপাশি এতে রয়েছে এক গিগাহার্টজ ডুয়ালকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা। দাম ১৮ হাজার ৫০০ টাকা।

0 comments:

Post a Comment