Monday, 12 August 2013

হ্যালো, আমি শেখ হাসিনা বলছি...

হ্যালো, আমি শেখ হাসিনা বলছি...

অনলাইন ডেস্ক :

সকাল নয়টা ৩৮ মিনিট। বেজে উঠল মুঠোফোনটি। রিসিভ বাটনে চাপ দিতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো-‘হ্যালো, আস-সালামু আলাইকুম’ আমি শেখ হাসিনা বলছি। ঈদের শুভেচ্ছা নিন।...।  গত বৃহস্পতিবার থেকে মুঠোফোনে ভয়েসকলের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে, শিক্ষা খাতে সরকারের উন্নয়নের কথাও তুলে ধরছেন ৩০ সেকেন্ডের ওই কলটিতে।
প্রধানমন্ত্রীর ভয়েস কলটি দেশবাসীর কাছে পৌঁছে যাচ্ছে রাষ্ট্রায়াত্ত মুঠোফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায়। কলটি আসছে ০১৫১২৩৪৫৬৭৮ নম্বর থেকে। দেশের সব মুঠোফোন অপারেটরের গ্রাহকরা এ ভয়েস কলটি পাবেন পর্যায়ক্রমে।

0 comments:

Post a Comment