Monday, 12 August 2013

মাইক্রোসফটের এমএসএন টিভি বন্ধ হচ্ছে

মাইক্রোসফটের এমএসএন টিভি বন্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক :



মাইক্রোসফট গ্রাহক কমে যাওয়ায় ১৯৯৭ সালে ৫০ কোটি ডলারে কেনা এমএসএন টিভি সার্ভিস বন্ধ করে দিচ্ছে। আর এমএসএন টিভি সার্ভিসটি সেপ্টেম্বরের শেষের দিকে বন্ধ হচ্ছে।
 
এমএসএন টিভি বন্ধ প্রসঙ্গে, পোস্ট ও ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দিয়েছে এমএসএন টিভি টিম।
 
অ্যাপলের সিইও টিম কুক আলটাইম ডিজিটালকে বলেন, “এমন নয় যে, ১০ অথবা ২০ বছর আগে মানুষ এটি পছন্দ করত। মানুষ এখনও ইন্টারঅ্যাকটিভ টিভি পছন্দ করে।”
 
কিন্তু মাইক্রোসফট এ ব্যবসা বন্ধের সিদ্ধান্তে অটল বলেই জানিয়েছে। একসময় বেশ জনপ্রিয় সেবাটির গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে ক্রমেই। একসময় মিডিয়ারুম, সেট-টপ বক্স যুক্ত করেছিল মাইক্রোসফট। সেসব প্রযুক্তি আরেক টেলিকম প্রতিষ্ঠান এরিকসনের কাছে বিক্রি করছে মাইক্রোসফট।

0 comments:

Post a Comment