কচি মনে রঙের ছটা
কচি আঙুলের কড়িতে এর মধ্যেই ঈদের জন্য অপেক্ষার দিন গোনা শুরু হয়ে গেছে। শুধু নতুন জামা-জুতো হলেই হবে না। সেগুলো হতে হবে তাদের নিজেদের পছন্দমতোও। বাজার ঘুরে দেখা গেছে এবার ফুলেল নকশা, বাহারি ফিতা ও রঙিন হাতের কাজে ফুটিয়ে তোলা হয়েছে শিশুদের উপযোগী জমকালো ঈদ আমেজ।
টেক্সমার্টের ফ্যাশন ডিজাইনার তাসলিমা আক্তার বলেন, ‘শিশুদের আরাম ও স্বাচ্ছন্দ্যবোধের ওপর গুরুত্ব দিয়ে এবারে ঈদের পোশাকগুলো তৈরি করা হয়েছে। ঈদের দিনের সকাল, দুপুর ও বিকেল—এ তিন বেলাকে ধরে শিশুদের ঈদ পোশাকে আনা হয়েছে বৈচিত্র্য। নিট ও সুতি কাপড়ের সঙ্গে চেক, স্ট্রাইপ, ফুলেল ছাপ, এমব্রয়ডারি ও স্ক্রিন প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে তাদের পোশাকের নকশা।’
টেক্সমার্টে পাবেন ছেলেমেয়ে উভয় শিশুর জন্যই পছন্দসই ঈদ পোশাক। ছেলেদের শার্ট, টি-শার্টের পাশাপাশি এখানে পাবেন ডেনিম ও টুইল ফেব্রিকের হাফ ও ফুল প্যান্ট। এ ছাড়া ছেলেদের জন্য চেক ও স্ট্রাইপের রঙিন পাঞ্জাবিও পাবেন এখানে। মেয়েশিশুদের পোশাকের মধ্যে পাবেন এমব্রয়ডারি, অ্যাপ্লিক ও সেলাইয়ের কারুকাজের ফ্রক, নিট ফ্রক, পার্টি ফ্রক, টপ, স্কার্ট। এর পাশাপাশি খাটো ও বড় প্যান্ট তো রয়েছেই। এখানে ছেলেদের পোশাকগুলো পাবেন ৩৯৫ থেকে এক হাজার টাকায়। মেয়েদের পোশাকগুলো পাবেন ৩৯৫ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যেই।
যাত্রার ডিজাইনার দলের পক্ষ থেকে উর্মিলা শুক্লা জানান, এবারের ঈদে শিশুদের ঈদ পোশাকের সংগ্রহে রয়েছে আবহাওয়া উপযোগী আরামদায়ক পোশাক। সুতির কাপড়ের সঙ্গে যাত্রার এবারে থিম গামছা জুড়ে দেওয়া হয়েছে, যেগুলো শিশুদের জন্য খুব স্বস্তিদায়ক হবে। পাশাপাশি বৈচিত্র্য আনা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি এবং শিশুদের পছন্দসই চরিত্রের নকশার মাধ্যমে। যাত্রায় পাওয়া যাচ্ছে মেয়েশিশুদের জন্য সালোয়ার-কামিজ, ফ্রক, টপ, স্কার্ট এবং ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও ট্রাউজার। মেয়েদের সালোয়ার-কামিজ পাবেন ৯০০-১৫০০ টাকায়, টপ ও কামিজ পাবেন ৬০০-৮০০ টাকায়, ফ্রক ও স্কার্ট পাবেন ৪৫০-৬০০ টাকায়। ছেলেদের পাঞ্জাবি পাবেন ৫০০-১০০০ টাকায়। ফতুয়া ৪০০-৭৫০ টাকায়, ট্রাউজার ৩৫০-৫৫০ টাকায়।
শিশুদের জন্য আড়ংয়ে পাবেন অ্যান্ডি, তাঁত, সুতি ও সিল্কের মিশেলে নানা নকশায় ঈদ পোশাক। এবারের ঈদে শিশুদের পোশাক লাল, নীল, সবুজ, বেগুনিসহ নানা রঙের ব্যবহার দেখা গেছে। মেয়েদের সালোয়ার-কামিজে হাতের কাজ ও পুতির ব্যবহার করা হয়েছে। আড়ংয়ে মেয়েশিশুদের সালোয়ার-কামিজ, কলি কামিজ, ফ্রক, স্কার্ট পাবেন ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকার মধ্যে। ছেলেশিশুদের জন্য অ্যান্ডি, কাতান, আর সুতির পাঞ্জাবি, হাফ শার্ট ও ফুল শার্ট পাবেন ৬০০-১৫০০ টাকায়। শিশুদের জন্য নান্দনিক নকশার ঈদ পোশাক পেতে ঘুরে যেতে পারেন ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের দেশী দশেও।
শিশুদের পছন্দের কার্টুন চরিত্র আঁকা ঈদ পোশাক পেতে মেট্রো শপিংমল, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজায় দেখতে ভুল করবেন না। বার্বি ডল, বেনটেন, অ্যাংরি বার্ড, ডোরেমন কিংবা টম অ্যান্ড জেরির নকশা করা পোশাকের দেখা পাবেন নগরের এসব বিপণিবিতানগুলোতে। নিউমার্কেট, গাউসিয়া, নূরজাহান সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেটেও পাবেন শিশুদের পছন্দের ব্যাট ম্যান ও স্পাইডার ম্যান টি-শার্ট, শার্ট ও প্যান্ট। এখানে মেয়েশিশুদের পার্টি ফ্রক, স্কার্ট-টপেরও সন্ধান মিলবে। টি-শার্ট ও শার্ট পাবেন ২০০-৫৫০ টাকায়, জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পাবেন ১৫০-৫০০ টাকায়, মেয়েশিশুদের জন্য ফ্রক পাবেন ২৫০-৪৫০ টাকায়, পার্টি ফ্রক ৩৫০-৭৫০ টাকায়।
শিশুরা মা-বাবার সঙ্গে মিলিয়ে পোশাক পরতেও ভালোবাসে। ঈদের যেকোনো একটি বেলায় তাদের সে শখও পূরণ করতে পারেন। চাইলে সেটি আপনার দরজিবাড়ি থেকেও তৈরি করে নিতে পারেন। তবে এ জন্য দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে ঘুরে দেখতে পারেন। বাবার সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি, মায়ের সঙ্গে মিলিয়ে শাড়ি ছাড়াও দুই বোন কিংবা ভাইয়ের জন্য একরকমের পোশাক বেছে নেওয়ার সুযোগ পাবেন।
লক্ষ রাখুন
l শিশুদের পোশাক কেনার সময় শিশুর বয়স ও পোশাকের মানের দিকে খেয়াল রাখুন।
l যে পোশাকটি কিনছেন, সেটি শিশুর জন্য আরামদায়ক হবে কি না ভেবে দেখুন।
l রঙিন পোশাক কেনার ক্ষেত্রে পোশাকের রং পাকা কি না যাচাই করে নিন।






0 comments:
Post a Comment