বেডরুমের জন্যও ট্যাক্স দিতে হবে!
ব্রিটেনে 'দ্যা বেডরুম ট্যাক্স' এবার আইনের কাছে হেরে গেল। সুতরাং ফলাফল দাড়াচ্ছে, ঘরের অতিরিক্ত বেডরুমের জন্য ট্যাক্স দিতেই হবে। ট্যাক্স দিতে অক্ষম দম্পতিরা বাড়তি রুমে হাসপাতালের বেড বিছিয়ে থাকছেন!
অনেক আলোচনা-সমালোচনার পর এখন থেকে বেডরুমের জন্য ট্যাক্স পরিশোধ না করলে আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে বাড়িয়ালাকে। যারা অতিরিক্ত বেডরুমের জন্য ট্যাক্স দিতে অক্ষম তাদেরকে ঘরছাড়া হওয়া ছাড়া আর কোন উপায় নেই বললেন, নিরাশ আইনগত লাড়াইয়ে হেরে যাওয়া অভিযোগকারীরা।
যারা অসুস্থ্য তাদের জন্য এটা তো মরার ওপর খাড়ার ঘা হলো। উডি ডেন তার ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ বাবা ডেভিডের জন্য এমনিতেই সপ্তাহে ৬০ ডলার পরিশোধ করে থাকেন এখন তার জন্য নেয়া বাড়তি বেডরুমের জন্যও ট্যাক্স দিতে হবে ভেবে তীব্র হতাশা প্রকাশ করে মিরর নিউজের কাছে।






0 comments:
Post a Comment